অযাচিত হস্তক্ষেপে উত্তাল করোনা হৃদয়।
জ্বালালে জ্বলিতে হবে এ বিশ্ব মায়ায়-
নিঃস্ব হবে হারিয়ে মনের যত গোপন সঞ্চয়।।


আনন্দিত ক্ষণের সীমানা প্রাচীর পোক্ত রাখা ভালো।
অন্যকে প্রবেশ করালে ভাগ দিতে হবে-
অন্যথায় অশান্ত হবে পরিবেশ শ্যাম হবে কালো।।


সোহাগে ডাকিলে কাছে মায়াতে যুক্ত থাকা চায়।
সহস্র সমুদ্রের জল মূল্যহীন সর্বদা,
এক ফোঁটা অশ্রুতে আপন ভুবন প্রকম্পিত চিন্তায়।।


অন্যের উৎসবের অংশ হবার সাধনা অনেক কঠিন।
দিবস রজনী ভাবনার প্রতিফলন ঘটিবে,
দুঃসহ যন্ত্রনার তীরে বিদ্ধ হয়ে থাকিবে ভাবাধীন।


সময় থাকিতে চিন্তা করে কর্মযজ্ঞ আরম্ভ করিও।
সকল পিছুটান পদদলিত হবে হয়তো,
একবার প্রাণের আত্মাহুতি চিরন্তন জানিও।।