অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে নিজস্বতা প্রকাশিত হবে না।
গভীর প্রাণে চঞ্চলতা সঞ্চার হলে,
অজেয় রূপে সৌন্দর্য্য খেলিবে হয়ে আনমনা।।
ভাবনায় কষ্ট নেই যদি মনের আকুতি বাড়ে।
ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও,
সন্দেহাতীত ভাবে উৎসবের আয়োজন করে।।
ধীরস্থির হলে সদা উৎকৃষ্টে কেন্দ্রীভূত রবে।
অবিস্মরনীয় মুহুর্তের ঝলমল আভায়,
সুপ্ত শক্তি আপন আলোয় জ্বলিয়া উঠিবে।।
তুমি বিস্ময়,তুমি দুর্দান্ত,তুমিইতো পরম আশ্রয়।
তোমাতে বিলীন হতে উদ্যত আজ,
সকল অপবিত্র আর যাহা কিছু অকল্যাণময়।।
মহাশক্তি ধারণ করে নীরবতা বড়ই লজ্জাকর।
একা না পারিলে সঙ্গে নিয়ে অন্যকে-
বুঝিয়ে দাও তোমরা বহু আর ওরা অল্প,
সবে মিলে ভেঙে দাও দৈত্যদানবের যত্নে গড়া ঘর।।