স্বপ্নচারিনীর মুক্ত হৃদয় বীরের বেশে উর্ধ্বগামী আজ।
ফেলে আসা স্মৃতির চেয়ে কল্পনাতীত সমৃদ্ধ বর্তমান,
তার হৃদয়ে অবশ্যম্ভাবীরূপে সদা বিরাজমান ঋতুরাজ।


চঞ্চল ময়ুরী সম মন তার উৎফুল্লতায় ভরপুর থাকে।
সঙ্গতায় মুখরিত হয় ক্ষণ সে মনের নির্যাসের গুনে,
নিরাপদ বলেই স্নিগ্ধতার নৃপতি ঘিরে রেখেছে তাকে।


যে গৃহে জন্ম তার নিশ্চিত আলোকময় সে নিকেতন।
যান্ত্রিকতা পদদলিত করে উন্মোচিত মানবতার দ্বার ,
মনানন্দে সকলে করে চলেছে তার স্বকীয়তার গুনগান।


এমন নজর কাড়া সৃষ্টির খুব প্রয়োজন এ বিশ্ব মাঝারে।
চারিদিকে বৈচিত্র্যময় কিরণ ছড়িয়ে ঘুরে বেড়ায় সে,
যখনি ডাক তখনি সাড়া বিরক্তি নেই সে হৃদয় ভান্ডারে।


কিছু অমীমাংসিত স্বপ্নের নিধন সময়ের প্রয়োজনে হয়।
লজ্জিত হয়ে ফিরে যায় সীমা লঙ্ঘনের অভিযোগে,
নিত্য নতুন ঐতিহ্যের মিছিলের মশাল তার হাতে রয়।