যতনে রাঙানো যে প্রাণ আকুতি,
ভোলা কি যায় সহজেই।
নিত্য করে যে মন প্রেম বরিষণ,
সে মনে সকলি হারাবেই।।


যে চোখে রঙিন হাজারো স্বপন,
সে চোখ প্রাণের কথা বলে।
যে ঠোঁটে কাঁদে গোলাপ কলি,
সে ঠোঁট কেবলি আগুন জ্বালে।
সে আগুনে জাত-কুল-মান যাবেই।।


মনোবীণার তারে ঝংকার ওঠে যে সুরের ছোঁয়া লেগে।
সে সুর আর কিছু নয়, তব প্রেমবাণী আশাবরী রাগে।


যে নিশি জড়ানো প্রেমাবেগ দিয়ে,
সে রাতে ঘুম বেমানান।
তব পদধূলি যে বনপথে ছড়িয়ে,
সে পথ সাজানো বাগান।
সবুজ প্রেমের যত আনন্দ শুধু ও পথেই।।