কাকে নিয়ে স্বপ্ন দেখছ সাজাতে ভুবন।
সে যে স্বপ্নে থেকে স্বপ্ন দেখায়,
স্বপ্নময় চেতনা দিয়ে প্রাণে জাগায় শিহরন।।


যে তিথি যতনে সাজালে লোকের অন্তরালে।
স্মৃতিময় ক্ষণ হয়ে চারপাশ ঘিরে রবে,
নয়নবারি সঙ্গী হবে যামিনী পোহালে।।


মন ভোলানো ছন্দময় গতি কারো বন্দি নয়।
পাতানো ফাঁকে সুকৌশলে সম্মুখগামী,
উদাত্ত পিছুটান অযত্নে অবহেলায় বেঁচে রয়।।


বহুকাল হয়তো জন্মেছো তাঁর প্রেমরস আস্বাদিতে।
সহস্র কাল কিছু মুহূর্ত তাঁর কাছে,
উৎসবে মাতিয়া রাখবে হয়তো প্রসাদ দিবে না খেতে।।


ভাবতে পার চিরবিরহ প্রানে যদি তোমার সয়।
পাবার আশা ছেড়ে যদি চাইতে পার,
স্বপ্নপুরুষ দেখবে ত্রিভঙ্গে সম্মুখে দাঁড়িয়ে রয়।।