তোমাতে বিলীন হতে হৃদয়ের সকল আয়োজন।
রুদ্ধ ভাবের দুয়ার খোলার শক্তি দাও,
ত্রিগুনাতীত নিত্য বসতির রহস্য করি উদঘাটন।।


চঞ্চল চেতনা বয়ে বয়ে ক্লান্ত পথিক আজ রক্তাক্তময়।
কলঙ্কের কালি দারুন অমোচনীয় বুঝলাম,
নিপুণ হস্তে গড়েছিলে মায়ার দেয়াল বিচ্ছিন্নতার সময়।।


বিপদগামী সভ্যতা আছে জেনেও ছুঁড়ে ফেলে দিলে।
লোভে মত্ত হয়ে আন্তঃসম্পর্ক ভুলেছিলাম,
বুঝিনি তুমি সেদিন সযতনে লীলার ফাঁদ পেতেছিলে।।


তোমাতে যুক্ত হবার নীতি নির্ধারনী মন্ত্র ভুলে গেছি।
নিজের গোপন কক্ষ থেকে বিষময় ধোঁয়া বেরুচ্ছে,
সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে রক্ষা করো যাকিছু হারিয়েছি।।


নিজ অংশ ছিন্ন করে কাঁদিছ জানি গোপনে গোপনে।
আত্মসমর্পণের দলিলে তোমার যত প্রস্তাবনা রবে,
নিঃসংকোচে মেনে নিতে রাজি আছি এহেন লগনে।।