দারুণ অভিমানে সুবাস হারিয়ে লজ্জিত শিউলির মন।
অযথা ফোঁটা আর বৃথা ঝরে পড়ার ধুম লেগেছে বনে,
এ যে তোমার এলোমেলো চুলের সৌরভে মুখরিত ক্ষণ।


অমাবস্যার ঘন অন্ধকার দিশেহারা হয়ে দিগ্‌ভ্রান্ত।
অনবরত খুঁজে খুঁজে হয়রান তার নিজস্বতা চারিদিকে,
তোমার চুলের অরণ্যে রোদন করে সে বড্ড পরিশ্রান্ত।


ভীষণ বেমানান হলো লাল গোলাপের সাজানো বাগান।
ঐ ঠোঁটে জীবন্ত আজ অসংখ্য গোলাপের ফুটন্ত কলি,
হাসিতে ভর করে প্রেমে পরিনত হচ্ছে যত অভিমান।


ও চোখের ঈশারার আড়ালে হাজারো স্বপ্নের সমারোহ।
আবাহনেই যেন পাওয়ার গোপন আনন্দ জাগে হৃদয়ে,
তোমার আকাশে সগৌরবে উদিত যত গ্রহ-উপগ্রহ।


মধুহীন মৌ বনে চলছে মধুকরের বৃথা মধু অন্বেষণ।
নিজহারা হয়ে গর্জে উঠছে রসিক সন্ধিৎসু মহাজন,
বুঝে নিল অবশ্যম্ভাবী তোমার প্রেমরস আস্বাদন।