বারবার পরাজিত হয়ে ফিরে যাওয়াতেই যত আনন্দ।
কোনোকালেই বোঝাতে পারিনি তোমাকে,
স্বকীয়তা প্রকাশের জন্যই অন্ধকার জোছনার পছন্দ।।


কারো কাছে কোনো অভিযোগ কভু করেনি এ মন।
কোনোকালেই বোঝাতে পারিনি তোমাকে,
তোমার অর্জিত ঐশ্বর্যের কাছে এ আমার দাসত্ব বরণ।।


হাজার কথার ভীড়ে কয়েকটি লাইন না হয় হারিয়েছে।
কোনোকালেই বোঝাতে পারিনি তোমাকে,
সুপ্ত অভিমান বিলীন করেছে কে দুরে আর কে কাছে।।


ফেলে যাওয়া পদধূলি এখনো প্রেমের জয়গান গায়।
কোনোকালেই বোঝাতে পারিনি তোমাকে,
ভাবনদে উত্তাল ঢেউয়ের রক্তচক্ষু উপেক্ষিত সর্বদাই।।


প্রাণের টানে প্রাণের কান্না প্রাণে প্রাণে খাচ্ছে গড়াগড়ি।
কোনোকালেই বোঝাতে পারিনি তোমাকে,
বারেবারে বিচ্ছেদ তবু বিনোদিনীতেই মত্ত বংশীধারী।।