এ জোছনা কিছুতেই ধুয়ে দিতে পারল না মলিনতা,
নিরবিচ্ছিন্ন অন্ধকারে রুদ্ধ আজ অর্জিত সফলতা।   অন্তর আজ মানবেতর জীবনযাপন
করছে অবিরাম,
ভয়াবহ ভূয়া আর মিথ্যার আশ্রমে
সে করছে অবস্থান।
কি কারনে অন্তহীন হয়েও
মৃতপ্রায় বোঝা গেল না,
হারানোর আর কিছুই বাকি নেই
বিফলে যত সাধনা।
দুচোখ খুলে দেখে-শুনে
অবিশ্বাস্যভাবে সদা নিম্নমুখী,
স্বীয় স্বার্থে কর্মযজ্ঞে ছন্নছাড়া হয়ে
বলছে-আমি সুখী।
অযথা গর্জন- এ যেন পশুত্তের জয়গান চারিদিকে,
ঝলমল করা মনুষ্যত্ব হারিয়ে
পরিনত আজ দানবেতে।
প্রেমহীন আর সম্ভাবনাহীন জীবনের
কোন মূল্য নাই,
জাগ্রত মানবতা দাও-
আমরা বাঁচতে চাই,বাঁচতে চাই।