অযথা আসলে কাছে-
ভোলাতে আমাকে,
আমি কি চেয়েছি রঙধনু পূবাকাশে,
তবু তা আঁকলে এ দুচোখে।।
সাগরের নীল জলে-তরনী ভাসিয়েছিলে,
বলেছিলে 'আছি চিরকাল'।
এখন একাকী ভাসি,তুমি হাস তীরে বসি-
অযথা ভাসালে এই  স্রোতে।।
যাওয়ার জন্যে আসা-এ যেন ঘাসে কুয়াশা,
আশার  প্রতিমা ভেঙে গেলে।
এ কি চিরচেনা প্রেম,বলেছিলে হবে শ্যাম-
অযথা ভাবনা দিয়ে গেলে।।