অখণ্ড হয়েছে যে জন বিশ্বচরাচরে,
বৃথা চেষ্টায় রত মোরা তাঁরে খণ্ডিবারে।
শেখড়ের খবর না রাখিয়া বৃক্ষডালে বাস,
অযথা পিছলা পথে হাঁটার অভিলাষ।
অদৃশ্য রয়েছে বলে ইচ্ছে মত ভাবি,
দৃশ্যমান হলে মিলে বন্ধ তালার চাবি।
কর্ণমূলে যে শুধাবে তাঁরি ঠিকানা,
তার সঙ্গ নিতে সদা কভু ভুলোনা।
হিংসা-বিদ্বেষ-হানাহানি কোনো লাভ নাই,
ভব নদে সুজন মাঝি তরণী সাজায়।
প্রশ্নবাণে বিদ্ধ হলে জায়গা নাহি হবে,
তীরে বসে অনন্তকাল অপেক্ষাতে রবে।
কিঞ্চিৎমাত্র সাধনসময় একে বহু নয়,
বহুতে এক খুঁজে পেলে হবে আনন্দময়।