পরিত্যক্ত অথচ চিরচেনা প্রশ্নবাণে জর্জরিত হলে-
বুঝিবে তুৃমি ছিলে নিত্য পরাধীন,
এই বুঝি উপস্থিত তোমার মহাসংকটের দিন।


এদিক ওদিক পানে ছলছল চোখে অবাক হয়ে-
যতবার আপন দৃষ্টি প্রসারিত করিবে,
উন্নত শিরে দেখিবে কেহ আর কেহ যন্ত্রণায় কাঁদিবে।


কিনারার কাছাকাছি তোমার তরী ভাসে বলে-
ভাবিও না চিরকাল নিরাপদে আমি ভাসি,
গভীর সমুদ্রের অংশ সে জল-
পথিক ডোবানোর নেশায়ও সে জল সমান পারদর্শী।


মালা গাঁথা জানিলে মনোরম পরিবেশে গিয়ে-
আপন হস্তে সুগন্ধি ফুল ছিড়িয়া নিও,
অন্যথায় ঝরিয়ে নিজের পূজা নিজেই করিবে দেখিও।


নিজ রিপু সর্বাগ্রে উপস্থাপন ভুলে আছে যাঁরা-
এ বিশ্ব মনে রেখেছে তাঁদের যতন করে,
সংকটে সদা উত্তীর্ণ হয়ে তাঁরাই উন্নত শিরে।


কর্মযজ্ঞ না বুঝিলে দোষের কিছু নাই,
সুযোগ বুঝে শিখে নেবার সময় বয়ে যায়।  
যাঁরা রপ্ত করেছে কৌশল তাঁহাকে বশের পথ,
চল সবাই মিলে টানি তাদের সেই সাজানো রথ।