আজ এত আলো,
চারিদিকে প্রচুর কোলাহল।
ফুটপাথে জমেছে অনেক স্তম্ভ,
আর ঘর ছাড়া কিছু মানুষের দল।।


আটকে আছে তাদের ব্যাথা,
এ বোবা রাস্তারই পাশে।
হয়তো আলো জ্বলে,
কিন্তু কালো ছায়াও নেমে আসে।।


মুক্তি বোধহয় হয়নি তাদের,
তাই জীবন তাদের ছন্নছাড়া।
প্রশ্ন হল স্বাধীনতা পাওয়ার পরেও,
কেন ওরা ছন্নছাড়া?


দু-মুঠো অন্ন জোটে না ওদের,
কষ্ট ওদের বুকে।
তবু চেতনা হয় না এই বিবেক পাথরে,
আমরা কি আছি সুখে?