আমি চার দেয়ালের অন্ধকারে আবদ্ধ,
কখনো অনেক স্তব্দ,
কখনো হাজার মানুষের মুখের শব্দ,
আমি এক মানুষের হাজার মুখোশ দেখে মুগ্ধ,
আমার মানুষরুপী প্রাণীর নিকৃষ্টতা দেখে বাকরুদ্ধ,
এ পৃথিবীতে মুখে হাসি বজাই রাখা কোন এক যুদ্ধ।
যে যুদ্ধে আমি পরাজিত,
আমি জীবিত থেকেও মৃত,
কারন আমি পরাজিত,
আমি খুজে বেরাই আমার সুখের অস্তিত্ব
আমি এই জগতের গোলকধাঁধা দেখে ভীত,
এ জগতে অতিশিক্ষিতরা অশিক্ষিত,
এ জগতে গরিবেরা হছে নিপীড়িত,
ইতিহাসের প্রতি পাতাই তা রক্ত দিয়ে লিখিত,
তাদের ঘামে ছুঁয়া টাকা তো বিদেশি ব্যাংকে সুরক্ষিত।
এ পৃথিবীতে জীবন নিয়ে চলে প্রতিনিয়েত সংগ্রাম,
সাধারণ মানুষের বইতেছে রক্ত-ঘাম অবিরাম,
এই দেশে মূল্যহীন কৃষকের ঘাম,
দিন দিন কমে যাচ্ছে এই সাধারণ মানুষের জীবনের দাম,
যাদের টাকাই শুয়ে-বসে করছে অনেকধরণের মানুষ বিশ্রাম,
দিন শেষে তাদেরই হয় বদনাম।
কোন হদিছ নেই এই দিন প্রতি পাঁচশত নব্বই টাকার,
আমরা এমন এক জাতি যার যুবকরাই তো বেকার
আমাদের দরকার এক অদম্য উদ্যোগ নেওয়ার,
গরিবের মুখে ভাত তুলে দেওয়ার,
দূর করতে হবে প্রত্যেক গরিবের হাহাকার,
অবসান ঘটাতে হবে তাদের মৌলিক চাহিদার,
ধনী গরিব সবাই সুখী জীবন যাপন করার
প্রত্যেক বীর বাঙ্গালীর কাছে আমার একটিই আবদার,
ও হে! পরাজিত বীর,
আর করিয়া থাকিও না নত শির,
নিজের লক্ষ্যকে কর স্থির,
হতে হবে জীবিত বিজয়ী বীর,
ছুড়ে দাও সংগ্রামের জলন্ত তীর।