আমিই প্রিয় হেরেছি শেষে,
জিতেছ কেবল তুমি।
থাকনা তেমন, যা কিছু গোপন
শুধু জানুক অন্তযার্মী।


নাই হলো জানা, কত অভিমান
কতটুকু কার ভুল,
স্রোতের বিপরীতে ঠেলে আমায়-
করেছে তোমার চক্ষুশূল।


জানতে চাইনা, এতদিন পরে
তোমার মনে স্মৃতিরা করে কি ভিড়
অবচেতনে ব্যথার ঢেও কি
ভেজায় তোমার মনের তীর।


করিনাক আশা, আবার তুমি
আসবে প্রিয় ফিরে,
চাইনা তোমার দয়া-দক্ষিণা
আমার মাটির ঘরে।


থাক অজ্ঞাত, দুজনের যা কিছু
হয়নি দোহের জানা,
তোমার আঙিনায় আমার প্রবেশে
বলবৎ থাক, মানা।


তবু এতদিন পরে,
জানাতে তোমায় চাইনা কিছুই আর
শুধু কতখানি তুমি ভালো আছ-
জানতে ইচ্ছে করে...


১ নভেম্বর ২০১৩, ঢাকা