আবার আমি আসব।
অমাবস্যার অতল জলে
আবার যেদিন পথ ভুলে
আসবে ফিরে,
এক নায়ে দুজন ভাসব!


এখন এমন আর ভাবি না’ক।
যেথায় তুমি আছ
আরো সুখে থাক।


আমি হেথায় কেমন করে
কোন সে অমানিশার ঘোরে
কেমনে কাটাই দিন,
নাই জানলে প্রিয় তুমি।


কোথায় কবে আমার আকাশ হলো বিষম কারা
কার শূন্যতায় ছেয়ে গেল আমার বসুন্ধরা,
কার আশাতে আমার জীবন পূর্ণ মরুভূমি।


কিছুই প্রিয় শুধাতে চাইনা তোমায় কভু,
আমি থাকি, নাইবা থাকি
তুমি সুখে থেকো তবু।


২২ আগস্ট ২০১৪, ঢাকা।