(১)
হারতে আমি রাজি ছিলাম!
যদি তুমি এসে,
ভয়কাতুরে আমায় সাহস দিতে, একবার শুধু হেসে।


(২)
কতকাল মাঝে গিয়েছে পেরিয়ে, বয়েছে নদীর জল
আকাশ-পাতাল দুই-ই এসেছে
আমার ধরণী তল।


(৩)
এখন আমি লড়তে জানি, মরতে জানি প্রিয়।
অমূল্যকে তুচ্ছ ভাবি
দলিতকে ভাবতে পারি কমনীয়।


(৪)
তবু আমি ব্যর্থ প্রিয়, সত্যি পরাজিত
বুকের ভেতর তোমার দেওয়া
নাগাসাকির ক্ষত।
শুকায়নি তা, শুকাবে না এই জীবনের শেষে-
হায় বধূয়া,
একবার যদি হাতটি ধরে, সাহস দিতে এসে।


(৫)
একবার যদি বৃষ্টিবাণে পোড়াতে এই মন
হাতটি ধরে বসতে পাশে একমুহূর্ত ক্ষণ
হয়ত প্রিয়, আগামীর আমি হতাম বিশ্বজয়ী
তুমি হতে জয়ীর জয়ী, মহাময়ী!


(৬)
এখন তোমার-আমার মাঝে সপ্ত পারাবার
জিতেও আমার রাজ্য জুড়ে
ঘোর ঘোর আঁধার।


(৭)
এ জয় আমি চাইনি প্রিয়
যখন তুমি আছ সরে,
হারতে আমি রাজি আজও, যদি আস ফিরে।


সব বিকিয়ে পরাজিত, ভীরু, হতাম হাসিমুখে
যদি তুমি আসতে পাশে
আমার সুখে-দুঃখে।


ঢাকা, ২৫.০৯-০৫.১০.২০১৪ ইং।