গত গ্রীষ্মে....
কালবৈশাখী ঝড়ের মতো এসে বললে আর ভালবাস না আমায়।
বিদায়ী হাসি মুখে ছিল আমার
মনের কান্নাতো তুমি শুনলে না।
-
গত বর্ষায়....
মেঘের গায়ে নাম লিখেছি দু'জনের
বৃষ্টির কলমে,
সিক্ত হব বলে, কিন্তু হল না।
স্বপ্নটা স্মৃতির পাতা জুড়ে ছিল
তুমি বাস্তবে রূপ দিলে না।
-
গত শরৎতে....
সজ্জিত ধরাতলের
সবুজ শ্যামল ছায়ায়
অশ্রু লুকিয়ে ছিলাম,
ব্যথাটা চোখেই ছিল
তুমি তা দেখলে না।
-
গত হেমন্তে....
উৎসব আর সুরের মুর্ছনায়
মুখরিত আমায় দেখেছিলে ,
আভিমানটা বুকে লুকানো ছিল
তবু তুমি বুঝলে না।
-
গত শীতে,
প্রহর কেটেছে ঝরা পাতা গুণেগুণে
নীরবে নিভৃতে দীর্ঘশ্বাসে।
তোমাকে পাওয়ার আশায়,
তুমি ফিরে আসলে না।
-
এখন বসন্ত,
চৈতালি হাওয়াই
উরে গেছে একমুঠো সুখ,
জীবনের সাত রংগুলো
রঙ হারিয়ে হয়েছে বিমুখ।
বর্ষ গিয়েছে চলে মিছে অপেক্ষায়
জানি না কি আশায়?
পলাশ রঙে নিজেকে সাজাই
দু'টি বোবা চোখ কিছু বলতে চায়।
তবুও তুমি এসে একটু বললে না ভালবাসো আমায়।