যদি আগের মত ভালবাসো
তবে আবার লিখবো কবিতা,
পঙক্তিগুলো ভাসবে ভালবাসার স্রোতে
নব্য প্রেমে মুগ্ধ রবে পাঠক শ্রোতা।
-
যদি আগের মত চোখে চোখ রাখো
দেখবে দু'চোখে  আবেগের বন্যা,
কবিতার চরণে চরণে থাকবে উম্মাদনা
স্মৃতিরাও ভুলে যাবে জীবনের বৈরী  বেদনা।
-
যদি আগের মত একটু স্পর্শ করো
আবার নিষ্প্রভ  মনে হবে ভালবাসার সঞ্চারণ,
বন্দী প্রেম মুক্তি পাবে লিখনি ধারায়
কুসুমিত যৌবনরসে হবে কাব্য সৃজন।
-
যদি আগের মত চুম্বন আঁক উষ্ণ  ঠোঁটে
তবে হৃদয়ের চঞ্চলতা অনুভব করবে,
পাহাড়ি বালিকার সাবলীলতায়
রচিত হবে কাব্য গাঁথা
অকপটে বলে যাব কিছু না বলা কথা।
-
যদি আগের মত ভালবাসোও
তবে একটি প্রেমময় মহাকাব্য লিখবো,যেখানে বুনবো শত কল্পকথা মনের
যুগল প্রেমের আলিঙ্গনে।
-