জ্যোৎস্না স্নাত রাত
হাতে রাখ দু'টি হাত
প্রিয় বন্ধু, প্রিয় সখা।
-
মেঘের প্লাবনে দূরে যাক
শত বিরহ ব্যথা,
চোখে রাখো চোখ
চুপিচুপি ভালবাসা হউক
রাগগুলো সব অনুরাগের সুরে
অশ্রু হয়ে ঝরুক।
-
মেঘে মেঘে হবে কানাকানি
চৌদিকে হোক জানাজানি
আমরা দু'জন রব নির্বাক
ভাসবো প্রেমের ভেলায়
আমদের গান গেয়ে যাবে
আজ সকল মিলন মেলায়।
-
নীল আকাশের 'পরে
নক্ষত্রেরা যেথায় খেলা করে,
আমরা দু'জন মিলিব তাদের তরে
বাঁধিবো দুটি হিয়া একটি প্রেমডোরে।
-
তোমার-আমার এই প্রেমগাথা
অগোচরে লিখিবে চন্দ্রকথা,
তোমাকেই ভালোবাসি
প্রিয় বন্ধু, প্রিয় সখা।