নীরবতা আমাকে চঞ্চল করে
সে চঞ্চলতা ,
দিশেহারা হয়ে শব্দ খুঁজে !
তারপর সৃষ্টি হয় কবিতা
সে কবিতা জুড়ে থাকো তুমি।
দিনশেষে আকাশে ....
কত অজানা নক্ষত্রের পতন দেখি
সূর্যও লুকিয়ে যায় পাহাড়ের কোলে,
মেঘেরাও একসময় জল হয়ে ঝরে
এর মাঝে শুধু জেগে থাকো তুমি
শব্দহীন কবিতা হয়ে হৃদয় জুড়ে....।
দিন দিন প্রতিদিন ....
পরিবর্তনের হাওয়া বহে যায়
ছুঁয়ে যায় হৃদয়ের প্রকোষ্ঠ ,
বুঝিনি এতটা বদলেছি আমি
এখন অষ্টপ্রহর হৃদয়ের দর্পণে
তোমাকে দেখি স্পষ্ট ।
যে কথা কহিতে আর লজ্জা নাই
তোমাকে ,শুধু তোমাকেই বলা যায়,
এই হৃদয় ,এই কঠিন নীরবতা
শুধু "তোমাকে চাই'।