জীরনের তরে এই উঁচু নিচু দুর্গম পথে
কে কার দিকে তাকিয়েছি পিছন ফিরে
সিক্ত হৃদয় ভালোবেসে আলিঙ্গনে,
তবুও ইতিহাস হয়ে আছে জীবনের ঋণ
প্রেমে স্মৃতি আকরে ধরে।


হেমন্তে হারিয়ে যাওয়া শিশিরে'র খুঁজে,
স্বপ্নিল পৃথিবী যখন ঢেকে যায় কুয়াশার চাদরে
কোনো এক পৌষালী দিনের শেষে।
তখন গল্পের তরে জোনাকির রঙে মিশে
আমি আবার
নিঃসঙ্গ চিত্তে আবিস্কার করতে চাই
আমার আমিকে, মৃত্যুর মিছিল থেকে !