এখন তুমি কোথায় আছো, জানা নেই।
জীবনের রণক্ষেত্রে কতোটা জয়ী, জানা নেই।


এই জানা না জানার মাঝামাঝি দাঁড়িয়ে,
ছোট্ট জীবনে আর কতোটা প্রেম দিয়েছি তোমায়
কতোটাই বা পেরেছি সাজাতে নিপুণ মেকআপ-ম্যান হয়ে।


তুমি চাইলেই হয়তো হাজারটা পথ মিশে যেতো একটি পথে,
যেমন করে মিশে যায় আকাশ অকুল পাথারে।
আমিও তেমনি আধুনিক পৃথিবীর অশ্লীল সভ্যতার মাঝে
প্রতীক্ষার প্রহর ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়েছি পথের শেষে
অভিমানী ভেলায় ভেসে ছেড়ে গেছি দূরে...


আজ অবেলায় ভাঙনের এই স্রোতের টানে
দূরত্বের মাঝে লোকায়ত বেদনা জানে
একদিন কতোটা কাছাকাছি ছিলাম!