আজ আমাকে ঘিরে তোমার যতো অবহেলা
তোমাকে চাইতে গিয়ে বার বার ফিরে আসা
নিশ্চুপ দাঁড়িয়ে থাকা
পাশের শূন্য চেয়ারটাতে বসতে না বলা
একসাথে হেঁটে যাওয়ার পরেও হাতে হাত না ধরা
তার সবকিছু একদিন দ্বিগুণ করে ফিরিয়ে দেবো তোমায়।


একদিন অভিমানী চোখে আমিও মুখ লুকাবো অন্ধকারে
যেন তোমাকে দ্যাখতে পাই নি
তোমার অস্তিত্ব হৃদয় আকাশ স্পর্শ করেনি।
সেদিন বিবেকের তুমুল ঝড়ে তুমিও ভাঙ্গবে
অনুধাবন করবে হৃদয় ভাঙার আর্তনাদ কতো বেদনার
কতোটা দ্বিধা সন্ত্রাসে প্রত্যাখ্যাত হলে প্রেম
প্রহর গুনে ভালোবাসাহীন মৃত্যুর অপেক্ষায়।


তারপর, অনেক অনেক বছর পর
যখন আমার কথা মনে পরবে
তখন তুমিও হাঁটবে শহরের বুকে, আমার ঘ্রাণ নিতে
নদীর মৌনতায় নিজেকে ডুবে বার বার আমাকে পেতে চাইবে
শ্রাবণের বৃষ্টির মতো একদিন তুমিও কাঁদবে অঝোর ধারায়
আমাকে খুঁজতে খুঁজতে হেঁটে যাবে আমার লাশের পাশে
আমি তখন তোমার দিকে ফিরেও তাকাবো না
ভালোবেসে কখনো চাইতে আসবো না
তোমাকে
তোমার পৃথিবীকে।