জানি তোমার হৃদয়ে স্থান পাওয়ার
কোনো যোগ্যতা আমার নেই
নেই অর্থনৈতিক মুক্তি, সামাজিক পরিচয়।
সমাজের চোখে আমি কলঙ্কিত অধ্যায়
জগত সংসারে ছন্নছাড়া এক নিতান্ত যাযাবর।


যে যাই বলুক আমাকে
              কিছুই ভাবি না আমি,
তাই অজস্র বার ফিরে আসি নির্লজ্জ পাগল বেশে
হাজারও রক্তিম গোলাপ পথে ছড়িয়ে
শুধু একবার বলতে চাই, ভালোবাসি।
তোমাকেই ভালোবেসে যেতে চাই !


আমি জোর করছিনা তোমাকে, কখনো করতে চাই না।
ভালোবাসা, সে তো মনের বিরুদ্ধে হয় না।
তাই তো অর্থ আর অপ্রাচুর্য আভিজাত্যের ভিড়ে
এ জীবনে নাই বা হলাম পরস্পর শয্যা সঙ্গী
প্রণয় মেলার এই সুকঠিন আয়োজনে
মিলনে না হোক বিরহে রবে,
প্রেমের অমর স্মৃতি।