অনেক রণাঙ্গনের স্মৃতি বুকে আজো,
নিভৃতে কাঁদে মানুষের চোখ
তুমি তো শুধু দ্যাখেছো কেবল জলসা ঘরের সুখ।


মানুষের শ্রমে ফুলে ও ফসলে
গড়ে দিলো যারা সভ্যতার ভিত
ইতিহাস তাদের রাখেনি মনে দেয়নি ন্যায্য পারিশ্রমিক।


যৌবন তুমি প্রস্তুত হও আজকে ভীষণ ক্রোধে
এই শহরে মিছিল হবে দাবি আদায়ের বোধে।


এই শহরে নামবে মানুষ তুলবে নতুন ঝড়
পতনেই আজ ঠেকাবে পতন শপথের ভাস্কর।