এই হাত ছুঁয়েছিল একদিন
আকাশের সঘন নীল
সূর্যের সিঁদুর ছুঁয়ে
পৃথিবীর বুকে এঁকেছিল
রক্তিম আল্পনা!
এই হাত ছুঁয়েছিল একদিন
মিছিলে মিছিলে
শ্লোগানের তাল-লয়,
চেয়েছিল মানুষের পিঠে
গেঁথে দিতে
সাম্যের স্বপ্নডানা,
এই হাত ছুঁয়েছিল একদিন
তোমার সলাজ মুখ সবুজ শাড়ি,
আল ওঠা ধানের জমিন
সেই বৈশাখে আলো ছড়াল-
সেই আলো গলে গলে
টিপ হল তোমার কপালে;
এত ঝড়-ঝঞ্ঝা সয়ে
আজও যা ভাস্বর
যৌথ খামারে।