হুইসেল শুনে প্লাটফর্মে দাঁড়ালাম
নাহ ! এটাও নয়,
সেই কবে থেকে ঠায় বসে।


গোটা স্টেশন জনমানবহীন
তবে কি একাই আমি
এই ট্রেনের যাত্রী ?


যতদূর চোখ যায় ধু ধু মাঠ
চৈত্রের দুপুরে নিঃসঙ্গ হাওয়া
উড়ে যায় অজানা দিগন্তে-


কখন আসবে গাড়ি ?
কখন বাজবে হুইসেল;
আজন্ম চেনা গন্তব্যের !