আমিও হারিয়ে যাব,
কোন মানুষের মন থেকে নয়,
কোন নদীর বাকেঁ নয়।


আমিও হারিয়ে যাব,
কোন মেঠো পথের শেষে নয়,
কোন সবুজের দেশে নয়।


আমিও হারিয়ে যাব,
কোন নারীর রূপে  নয়,
কোন তাসের ত্রুপে নয়।


আমিও হারিয়ে যাব,
কোন গহীন বনের মাঝে নয়,
কোন অন্ধকারের সাজে নয়।


আমিও হারিয়ে যাব,
কোন শহরের মানুষের ভিরে নয়।
কোন সমুদ্রের তীরে নয়।


আমি হারিয়ে যাব মাটির গভীরে,
অনন্তকালের জন্য।
যেখানে ঘুম ভাঙানোর কেউ নেই,
যেখানে ভাগ বসানোর কেউ নেই।
কথা বলার কেউ নেই,
দুঃখ দেয়ার কেউ নেই।
বিরক্ত করার কেউ নেই,
বিরক্ত হবার কেউ নেই।
একার ঘর, একার সংসার,
একা আমি ভিষণ একা,
হবে না আর কারো সাথেই দেখা।