এ অদৃশ্য বন্ধন; চিল শালিখের ডানা ঝাপটানো
মধুময় চড়ুইয়ের কথোপকথন
দূর দিগন্ত থেকে খড়কুটো জোগানো বাবুই:
কলকাকলিতে মুখরিত শরণ;
এ অদৃশ্য বন্ধন; এ খামচে ধরা অনুভব;
কেন? কোন প্রয়োজন? জগৎ সংসার মানব মর্ত্য লোকের?
ধূ ধূ মরূভূমি, তপ্ত তপ্ত শ্বাস, হাহাকার মানবতার
ক্ষুধা যন্ত্রনায় দগ্ধ, দগদগে ঘা র
পেরেছে কি যেতে এতটুকু কাছে, এতটুকু নিবারণ?
সুধালাম, "হে প্রিয়তম, এ খামচে ধরা অনুভূতি,
এ শ্রদ্ধা ভক্তি, এ প্রেম, এ নিষ্কলুষ নীরব আবেদন
এ মহাকর্ষ, মাধ্যাকর্ষণ বেতার সেতারের টান!
কি প্রয়োজন? কেন আয়োজন? কি উপযোগ?
তুমি, আমি ছাড়া-সকলের সকল মানবতার?
খড়কুটো, ইদুঁর, বেড়াল, প্রতিবেশী
চেনা-অচেনা, জানা-অজানা আগন্তুক পথিকের?"
"ফোটে ফুল-জুড়োয় আখিঁ মন- স্নিগ্ধতা চিরন্তন"