কতটুকু উচ্চতায় জাগিয়েছ আমাকে,
এ পাহাড় চিম্বুক, এভারেষ্ট, কাঞ্চনজঙ্গা
নাম না জানা কত উচূ উচূ পর্বতমালা
আমি ভেসে গিয়েছি উড়ে উড়ে
যেতে যেতে দেখেছিঃ
হ্রদের গভীরে হ্রদ, খাদের গভীরে খাদ
হৃদয়ের গভীরে হৃদপিন্ড।
কখনো ভাবিনিঃ ও গুলো বাধাঁ, বিপত্তি জঞ্জাল কাটাতার
কখনো ভাবিনিঃ ঐ যে জীবনযুগল পাশাপাশি, কাছাকাছি-
আরো গভীর অনুভব; ও গুলো কিছু কিছু সত্যি নয়
ও গুলো মায়া আর ছায়া-আসলের প্রতিলিপি, অনুলিপি মেকী ও হতে পারে
এই যে কবিতা-কাব্য সমাহার-বিশাল বিস্তৃত জায়গাজুড়ে
পুস্তক-পুস্তকের আয়োজন-যাকে বইমেলা বলে
কারো বর্ষব্যপি জমানো ভালোবাসা
কারো হালকা চটুল ফুচকা খাওয়া
অথবা পাপড়ি দর্শন-ফুল যখন নারীর সমতায়
ভাবিনিঃ ও সব লেখা হৃদয় নিঃসৃত অভিজ্ঞতা নয়
কিছু কিছু চটুল চটক ছল।
ও মহাকাব্য প্রেমের কবিতা গীতিময় গোধূলী-প্রহেলিকা
তোমার প্রশ্রয়ে উড়তেই ছিলাম-উপলদ্ধির অনুভবে
ফুরফুরে হাওয়া-সবটুকু ভেবেছিলাম বিশুদ্ধ
দেখেছি তোমার চক্ষু যুগল, গ্রীবা, কেশরাজি,
তোমার চলাচল, বক্তব্য, জানার ইচ্ছে, সহাস্য চাহনি
মনে হত প্রশ্রয়; আমি এগিয়ে গিয়েছি, উঠেছি অনেকটা অবধি
বুঝিনি ওটা ছল, চাতুরী বা মায়াজাল
অথবা লেখা লেখা খেলা-হাত পাকানোর চর্চা
গিনিপিগ কল পরীক্ষা বিজ্ঞান চর্চা
তোমার লেখনি, কবিতা- কবিতা লেখা
ভেবেছি তুমি মুগ্ধ-আমার মুগ্ধতা যত।
না, নয় কোন হতাহত, টানাপড়েন
নই আমি মর্মাহতঃ এ কষাঘাত-নতুন কিছু নয়তো
হয়তো পৌণঃপুনিক, পুনরায় পুনরাবৃত্তি
সীমালঙ্গন পাপ, পাপাচার, দোষ, অন্যায় অবিচার
সব যত দায় ভার-সবকিছু আমার কাধেঁ,
       সবকিছু আমার;
এ অপরাধ-অপরিপক্ক বোধহীণতার
এ আমার জানা, অজানা কিছু নয়
উড়ে উড়ে চলতে চলতে ভাসতে ভাসতে হাওয়ায়
দূরাশায়-দূর অজানা কাঞ্চনজঙ্গার উচু থেকে
অতঃপর অধঃপতন