একটি বাগান গড়তে চাইঃ একটি বাগান গড়ব
সকাল থেকে সন্ধ্যা অবধি গতর খেটে খেটে
অগুনতি বছর-হাজারো প্রজাতির
চাপালিশ, চন্দুল, বেহুর, আম,জাম, কাঁঠাল হিজল
লতাগুল্ম ওষধি, লজ্জাবতী, কোকিলেক্ষু
ভালোবেসে বেসে করে নেব আপন
অশথ্থের পায়ের বিছুটি বেছে দেব
জারুলের চুলে হাত বুলে বুলে
বলবো কত কথা, শিশুদের গায়ে
ছুঁয়ে দেব মাথা
বাঁশ ঝাড়ে ছাতিমের পাতায়, আনাচে কানাচে
এ কোনায় ও কোনায়, মুখ গুজে দিয়ে
খেলবো লুকোচুরি খেলা
ঝিঁ ঝিঁর ধ্রুপদী গানে, স্বর্ণলতার বাঁক ঘেরা চলনে
সারাদিন সকল ধ্যান চিন্তা মগ্নতায়
সারাদিন সারাবেলা সবটুকু মিতালী
সবটুকু মনপ্রাণ সবটুকু ভালোবাসা
সবটুকু আদর স্নেহ মায়াভরা কথা-তার
আগাছার দল, বিছুটি পোকা,বুলবুল ঝড়
রাখালের দল, গরুর পাল সকল শত্রু, সকল অনাহুত
দূর, দূর তাড়িয়ে- দূরে ঠেলে দেব
আমার আকাশ মনির দোলানো বাবরী
মুখের বিছুটি, পায়ের ধূলো,ছোট্ট ক্ষত
-সারাদিন ধরে ভালোবেসে বেসে
সারিয়ে তুলবোঃ কতশত চুমো খেয়ে
আমার আকাশ মনি-আমার ভালোবাসার গভীরতম আত্মা
করবেনা অযত্ন, অবহেলা কখনো বলবেনা,"দিলেম পাত্তা"