ঘোর লাগা বেঘোরে মহামন্দ্রে মন্দ্রিত তমসায়
তোমার আঙ্গুলে ভিসুভিয়াস!
আরো নিবিড় ঘন নির্ভয় নির্ভরতায়
এক ঝটকায় সিডরের শেষ প্রশান্তি প্রহর!
আলগোছে নতজানু নিউরন!
-জন্মকথনের এ প্রাগৈতিহাসিক ইতিবৃত্ত


প্রতিটি সকাল, প্রতিটি প্রহর জানে
ঠিক আমার গভীরে, আমার মতো
আমার তোমারো বেলায়!