ফিরে দেখি, মা কাঁদছে!
কান্না নয়-অস্ফুট, বাঙময় অদ্ভুত আহাজারি!
মা' কি তবে উম্মাদ হয়ে গেছে?
মা, ও মা, "তুমি অমন করছো কেনো?
কী বলছো, কী বলতে চাচ্ছো! কিছুই
যাচ্ছে না বোঝা কেনো?"
"হে পরম করুণাময়, একচ্ছত্র মহাধিপতি
সর্বজ্ঞ, সর্ব শক্তিমান, মহাপ্রভু সর্বজয়ী!
আমার মায়ের বাক শক্তি রহিত করেছো কেনো?"
মা আমার আজ, এখানে ওখানে মুখ লুকোয়
জবুথবু বিবস্ত্র, হতবিহ্বল ভীত সন্ত্রস্ত!
করোটী ঘেঁষে আঘাতের দাগ! বিছুটী সারা গায়!
এ কোন অদৃশ্য মহা সংক্রমণ, অদ্ভুত অচেনা মহামারী!
দেবায়তনে সক্রিয় এ কোন অশরীরী অসুর দেবারি!