তোমার কবিতার বই বেরুবে, নাতিদীর্ঘ কবিতার বই!  বইমেলার সবুজ চত্বরে চাহিদার দীর্ঘ লাইনে আমি শুনবো তাড়াহুড়ো, কলকাকলির ব্যক্ত, অব্যক্ত, উপচে পড়া উন্মাদনা!
পুঞ্জীভূত কম্প্রমান কলংকের ভীতি আমার ভেতরে!
দোষী সাব্যস্ত হবে- আলো বাতাসের এ জনম পরিচিত জন্মভূমির ভূগোল!
হাতছানি দেয়া, অমরত্বের অকূল অভীপ্সা, উচ্ছ্বাসের জলোচ্ছ্বাস!  দ্বিখণ্ডিত মর্ত্যভূমি- একপাশে শুধু তুমি! সকল কীটপতঙ্গ, বৃহৎ, ক্ষুদ্র, ভালো, মন্দ সবকিছু অন্যপাশে!
বই এসেছে, দীর্ঘ লম্বা সারি বইয়ের!
অতিপ্রাকৃত, সুন্দর মলাট! ঝকঝকে কাগজের ছাপ!
সবকিছু আছে - আমার কলংকের ভীতিটুকু ছাড়া!