এই শহরে-এই মায়া যাদুর শহরে
প্রতিদিন মসৃণ সমতলে চলার পথে পথে
'শ 'শ পাতকুয়ো উঁকি মারে
এমন ই ধর্ম সে পাতকুয়োর
পেছনেই অথবা কিছুটা নিচুতে
বসানো ধারালো অস্ত্র লম্বিক
চলাচল চলে বেখেয়ালে হারিয়ে সম্বিত
জানেনা কেউই জানেনা, কার ভাগ্য
পেয়ে যায় সেই পাতকুয়োর অসাধ্য সান্নিধ্য
ভীত সন্ত্রস্ত সবাই, অথবা বেকুব বে খেয়াল
সবাই বের হয় কিন্তু জানা নেই কিভাবে কখন
কার ভাগ্যে জোটে -নিশ্চিত পাতকুয়োর পতন!
পাতকুয়োর ভয়ে তো আর বসে থাকা যায়না
হায়! পাতকুয়ো!