তোমার প্রতি আজ অভিযোগ নাই
তুমি ও যা
আমি ও আজ তাই
বিন্দু বিন্দু যেমন সিন্ধু গড়ে
সিন্ধু মিলে চরে
ভালোবাসা তেমনি একাকার
হাহাকার করে মরে
তোমার প্রতি আজ কোন অনুভূতি
অভিযোগ নাই
তুমি ও যা,
আমি ও আজি তাই
হঠাতুনুভূতির সুতীব্র ঝাঁকুনি
সেই হাহাকার টুকু নাই
তর্ক, হতাশা, জিজ্ঞাসা,
প্রার্থনা, বেদনার যাতনা
না, না, না,
সমভূমি, সমান্তরাল পিচঢালা সুন্দর, মসৃণ সহজ, সরল পথ
হৃষ্টপুষ্ট শক্ত সমর্থ বলীয়ান্‌ নিউরন!
আর নয় তেমন অনুরণন
প্রবল আবেশে ভাসমান কাশ
উদ্বেলিত নয় দেখে দূর মহাকাশ!