কষ্ট যখন নিঃশ্বাস সমান
বান জলে হাবুডুবু খাই
অধরা চাপে পৃষ্ঠ হয়ে
জ্বলন্ত উনুনে টগবগ করি
মন বলেঃ ডুবেছো তো ডুবেছো ই
পুড়েছো তো পুড়েছো ই,
এখন তুই সবকিছু ডুবে, পুড়িয়ে দে
সবকিছু তখন শূন্য লাগে!
মনে হয়-এতো কষ্ট কেনো?
কেনো এতো মিথ্যের হাতছানি?
কেনো এতো দূর্বিসহ জীবন?
কেনো এতো নিষ্ঠুর! নিষ্ঠুরতা!
ছেড়েছো তো ছাড়ো, বেশ তো
মিথ্যে কেনো? কেনো বলতে পারোনি?
সহসা ই সম্বিত ফিরিঃ
উত্তর খুঁজে নেই নিজে নিজেই
মিথ্যে বলেছো, তাও তো কিছু একটু আছে
আর চলে গিয়েছো! কিছু ভালোর আশায়
সুখ চেয়ে কালো থেকে আলোতে
আমিও তো চেয়েছি তা ই
ভালো রাখবো-সবচে সুখী! সুন্দরতম সুখী!
তোমার স্থানান্তর যদি সেটা করে
সেতো আমার ই ইচ্ছার প্রতিশ্রুতি
তাতে আমার আর এমন ক্ষতি কী?