তুমি" নেই আজি, আমার ই "আপনি"
পাইকারি দামে বিলিয়েছ "তুমি"
ডাল থেকে ডালে ছুটে ছুটে চলি
হারিয়েছ নিজ পার্থিব স্বামী
কত আর কত! কতদূর চলি?
সময় তো প্রায় করেছ বিলি
-জীবন,যৌবন, হাসিমাখা মুখ
তিল তিল করি অনুভূতি সুখ
শুধু পড়ে আছে মিথ্যে মালিশ
মায়ানুভূতিহীন জ্ঞান-পাপ আর
ফাঁকা ঝাঁকা আওয়াজ বুলি
ইলবিলিয়ে মিথ্যে মুখোশে
খাজনাহীন বুলবুলি
এবার বলি, "এখনো আছে সময়
এখনো কিছুটা বাকী,
না হলে যে তোমার
ফাঁস হয়ে যাবে
সব অনাচার, সকল মিথ্যে ফাঁকি"