কত শত ভাবনার নকশা ক্ষণে ক্ষণে খচিত হয় মনে,
কত স্বপ্ন- নিস্তরঙ্গে অরুণরাগের মতই উদিত হয়,
কত স্বপ্ন- চুপসে যায় অস্পৃশ্য আবছা আলোয়।
কত স্বপ্ন- নিঃস্ব হয়ে যায় বাস্তবতার ধ্রুব দহনে।


কত স্বপ্ন- হঠাৎ ছোবল মেরেই পালিয়ে যায়,
কত স্বপ্ন- আগন্তুকের মত মনের দুয়ারে দাঁড়ায়।
কত স্বপ্ন- নেশার ঘোরে ঘাপটি মেরে ধরে,
কত স্বপ্ন- চুরমার হয়ে যায় ইট কাঁচের এই শহরে।
কত স্বপ্ন- আটকে আছে শৃঙ্খলের একক স্রোতে,
কত স্বপ্ন- কাকুতি করে নির্মলে মুক্ত হতে।
কত স্বপ্ন- অস্ফুটে থাকে অবহেলায় ঝরে পরার ভয়ে,
কত স্বপ্ন- হারায় প্রতিদিন অজান্তে নির্বাসিত হয়ে।


কত স্বপ্ন- জেঁকে বসে অনিচ্ছায় কতক বা দ্বিধা দ্বন্দ্বে,
কত স্বপ্ন- উল্লাস বাক্যবাণে করে মিথ্যা অভিনয়,
কত স্বপ্ন- উপহাসে পরিণত তির্যক কথার খোঁচায়।
কত স্বপ্ন- নিয়ত প্রবাহমান, মিশ্রিত ভাল মন্দে।