মাঝে মাঝে আমি মানুষের ছল বুঝি না,
সব দেখেও চুপ করে রই।
তারা আমায় অজ্ঞ ভেবে আনন্দিত হয়,
আমি তাদের আনন্দিত হতে দেই।


আমি এমনই আটপৌরে।
আমি মানুষের রুপ বুঝি না,
খোলসে ঢাকা নিষ্পাপীদের
আসল চেহারা খুঁজি না।
খুঁজতে গেলে বেরিয়ে আসে বিষপোড়া মুখ,
আমি আবার এসব ভয় পাই।
তাদের নিপুণ চালাকি ধরতে পেরে
আমি ভয়ে শিহরে উঠি।
সাপকে যেমন খেপাতে নেই,
সাপের সহোদর মানুষকেও না।


আমি ভাই মানুষ চিনি না।


মানুষ শঠতার নিখুঁত কারুশিল্পী।
ছলনার এক বিদগ্ধ নির্মাতা।
প্রতারণার এক বিশুদ্ধ যন্ত্র।
কি নির্ভুল তাদের প্রতারণা,
কি নিষ্পাপ তাদের অভিনয়।
তারা একেকজন কি চমৎকার গল্পকথক।
কি পরিষ্কার, ঝকঝকে তাদের বন্য চেহারা।
মানুষগুলো সত্যিই অসাধারণ।


তবে মাঝে মাঝে এই মনে হয়
আমিও আসল মানুষ চিনি,
তাদের বহু রঙী বহু ঢঙী
সরল সোজা মুখ চিনি।
তবে তাদের গুমোট ফাঁস করি না।


আমিও জানি-
হিতাকাঙ্ক্ষী যারা,
মনের মাঝে হাজার সত্য
লুকিয়ে রাখে তারা।
কাছের মানুষ যারা,
স্বার্থ বুঝে জায়গা মত
কোপ মারে তারা।


তাই কিছু কিছু মানুষের জন্য
আট, নয়, দশ নম্বর বিশেষ বিপদ সংকেত।