দেখা হয়েছিলো তার সাথে একবার
শুধু একবারই।
সেদিন মধ্য নিশীথে ভরা জোছনা ছিলো।
পৃথিবী তার কক্ষপথে নিত্যদিনের মতই
হেঁটে চলেছিলো অবিরাম।
শুধু আমার পৃথিবীটাই থমকে গিয়েছিলো হঠাৎ।
তার কৃশতসু শান্ত চোখের বাণ
মধ্য নিশীথে চিরস্থায়ীভাবে মিশে গেলো।
তার অবিনাশী কন্ঠস্বর বাতাসের বুক ভেদ করে,
হেঁটে হেঁটে জানান দিয়েছিলো এই নিশ্চিদ্র অপারে.
তার প্রণয়ের করাঘাত।
সেদিন আমার কোনো প্রশ্ন ছিলো না.
আমার কোনো জিজ্ঞাসা ছিলো না।
আমি শুধু নির্বাকে স্পন্দমান ছিলাম।
স্বপ্নায়ত নক্ষতের রাতে,
চকিত মুগ্ধ আঁখিপাতে,
আবিষ্ট ছিলো আমার আকুল আকাঙ্খিত মন।
আমি তাকে ডাকতে পারি নাই,
আমি তাকে ছুঁতে পারি নাই।
যদি বা আঁখি যুগল বাঁধা পড়ে যায় কোলাহলে,
আর ভেঙ্গে যায় এই মধুর স্বপ্ন ঊষাকালে!