তোমাকে পাওয়ার স্বপ্ন দেখে দেখে
আমি আমার দিনগুলো কাটিয়েছি।
তোমাকে পাওয়ার আশায়
আমি সারাটি পথ একলাটি হেঁটেছি।
শুধু একটিবার, শুধু একটিবার
এক পলকের দেখার জন্য
আমি কত দীর্ঘ দীর্ঘ সময়
ক্লান্তিহীন অপেক্ষা করেছি।
তোমার কন্ঠস্বর থেকে
শুধুমাত্র একটি শব্দ শোনার জন্য
আমি শত সহস্র বছর তাকিয়ে থেকেছি।
শুধু তোমারই প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
আমি কত বিরহবেলা কাটিয়েছি।
কিন্তু তোমার আসার সময় হলো না,
আমাকে ডাকার প্রয়োজন হলো না।
তুমি অন্য কারো হয়েছো আজ
তোমাকে আর পাওয়া হলো না।
তুমি হীন যেন রোদ্রবিহীন বৈশাখী আমার জীবন,
তুমি হীন যেন বৃষ্টিবিহীন বর্ষা-বাদল আমার জীবন।
তুমি হীন এই নিঃসঙ্গ তৃষিত আমার জীবন।
এভাবে নিঃসঙ্গে একলা পথ পাড়ি দিতে দিতে
আমি একদিন পৌঁছে যাবো আমার শেষ ঠিকানায়,
আমার শেষ গন্তব্যে।
যেখান থেকে এসেছি আমি ফিরে যাবো আবার সেখানে,
তোমাকে ছাড়াই।