লাল ঝাণ্ডা হাতে বিপ্লব করতে চেয়েছিলাম
নিপীড়িতদের পক্ষে কথা চেয়েছিলাম
হাতে অস্ত্র তুলে নিতে চেয়েছিলাম গণযুদ্ধে যাবো বলে,
অথচ এক নারী-ই আমাকে পঙ্গু করে দিয়েছে;
এ পঙ্গু দেহ আর মৃত মন দিয়ে কি কভু বিপ্লব হবে?