কিছু পুরনো অভিমান জমে রয় আমার শুন্য চিলেকোঠায়-
       লাল ডাকবাক্সটাতে আর পরিচিত ঠিকানার চিঠি আসে না,
জানালার পাশে বসে থাকি চিঠি আসবে সেই প্রতীক্ষায়-
       কত উড়োচিঠি আসে-যায় শুধু বহুল প্রতীক্ষিত চিঠি এলো না।


মাঝরাতে যখন শূন্যতা বুকে চেপে বসে-
         অস্তিত্বের লড়াইটা আবার শুরু হয় তখন,
প্রতি ক্ষনে ভাবতে হয় ভোরের আলো ফুঁটবে কখন?
        আমায় প্রতিটা দিন বাঁচতে হয় আঁধারের ত্রাসে।


ধীরে ধীরে সয়ে যাচ্ছে আঁধারের এই ভয়ে-
       ঈশান আকাশে কালো মেঘেরা দল বাঁধছে,
আমি জানালার ধরে বসে রয়েছি প্রবল বর্ষার অপেক্ষায়-
       তার একটি চিঠির জন্য তিলে তিলে জীবনটা যাচ্ছে ক্ষয়ে।