খোকা আমার আছিস কেমন খোকা
দূর থেকে বুঝি ভুলেই গেছিস বোকা।


ঠিক মতো তুই খাস নি বুঝি
কে রাখে তোর খোজ,
এই ক'দিনে শুকিয়ে গেছিস
স্বপ্নে দেখি রোজ।


পড়াশুনার চাপ পড়েছে
তবু রাখিস মনে,
রাত জেগে পড়িশনে নির্জনে।


পয়সা লাগে পাঠিয়ে দেব ফের
এটা ওটা কিনে খাবি
রোদে হোসনে বের।


ভার্সিটি তোর বন্ধ হবে কবে??
ক্লাস বুঝি মাস খানেক আর হবে!!


মায়ের চিঠি পড়ে খোকা
হাসতে হাসতে মরে,
মাটা যে কি পাগল আমার
আজো আমায় সেই ছোট্ট মনে করে।