ত্রাস, কালোর আগ্রাসী গর্জন দূরে কোথাও
আমি আরেকটু ঘুমিয়ে নিই, সময় আছে দেখার
এ যে মহানাদ, আকাশে বাতাসে তারই পূর্বাভাস
এ যে বিনাশী কালের দুর্ভিক্ষ, ধেয়ে আসছে দেখো
ও হে কালের অভিযাত্রীরা
আর কত ধ্বংস হলে তোমাদের ঘুম ভাঙবে?


ইহা তো প্রকৃতির সাইক্লোন নয়,
যেভাবে আসবে বয়ে যেতে দিতে হবে
ইহা তো জঞ্জাল, ময়লা, যা আমাদের অসভ্যতার সৃষ্টি
ইহার বয়ে যাওয়া আমাদের কাম্য নয়


ও হে কালের অভিযাত্রীরা
ঘুমিয়ে আছো এখনো !
ওঠো, জাগ্রত হও, অগ্রসর হও
এই ঝড় থামাতে তোমাদের না হবে কোনো ভয়
তোমরা সত্যের অনুসারী
বিজয় তোমাদেরই জন্য
ওঠো কালের অভিযাত্রীরা।
নজরুলের বিদ্রোহী অনুসারীরা ওঠো।
কোথায় সে মুসলমান
আল্লাহ তে যার পূর্ণ ঈমান ?