যেদিন আমি হারিয়ে যাবো, বহুদূরে চলে যাবো
অচিনপুরে লুকিয়ে যাবো, পাবেনা তো কেউ খুঁজে
পড়বে কি গো আমায় মনে
অশ্রু আসবে চোখের কোণে
বইবে বুকে ব্যথার জোয়ার, থাকবে কি মুখ বুঝে?


যেদিন আমি চুপটি করে, থাকবো একা মাটির ঘরে
ঘুটঘুটে এক অন্ধকারে, আমায় কি গো খুঁজবে?
বদনখানি মলিন করে
আলোর সাথে সন্ধি করে
অশ্রুসিক্ত আঁখি তোমার নীল আঁচলে মুছবে।


যেদিন আমি বিদায় নেবো, অজানা পথের পথিক হবো
একলা নায়ের মাঝি হবো, ঠাঁয় নেবো অন্তঃপুরে
তখনো কি আপন মনে
চাইবে আমায় সঙ্গপোনে
মিলনের মাতাল নেশায় ছুটে আসবে পরপারে।