যাদের নেই ক্ষমতা কোন রকম কর্ম করবার, তারাই হলো বেকার; এই যুক্তি টা ছিল বাবার।


উত্তর এ আমি বলি, কর্মের সন্ধান করেও করতে পারেনি জোগাড়; কি করে হয় তারা বেকার।


অর্থ মামা আর চাঁপা নেই যার, যোগ্যতা থাকা শর্তেও; দাঁড়ে দাঁড়ে ব্যার্থ সে বারবার।


বেকার তোমার আমার সবার, তাই যোগ্য কে মুল্য দিয়ে; আসো গড়ি নতুন বাংলাদেশ এইবার।