বন্ধুর অভিযোগ  প্রবিন মহাশয়ে
মারিল আমারে শাসনের বেশে,
নির্দোষ আমি জানা ছিল আমার
তবুও আঘাত আসে মা নাই যার ।

বিন্দুর সিন্দু মায়ার বাঁধনে ঘর বাঁধি
সমাজের কাছে মা হারা অপরাধি,
অল্প ভুলের মাশুলে চোখ রাঙ্গি
নিমিষে মেরে দেব দাঁত ভাঙ্গি ।

আহারে বেচারা কোথায় লেগেছে তোর
এ কথাটি বলার সাহস দেইনি মোর,
মা হলে আজ আসতো কাছে ছুটে
শোনা মনি বাপ বুকে মাথা রাখ টুটে ।